ক্লাসেরসময়সূচীt বিদ্যালয়ে দুশিফটে শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। প্রভাতী শাখার কার্যক্রম শুরু হয় সকাল ৭.১৫ মিনিটে এবং শেষ হয় ১১.৩০ মিনিটে। চতুর্থ ঘন্টার পর ১০ মিনিটের জন্য টিফিন বিরতির ব্যবস্থা আছে।
দিবা শাখার কার্যক্রম ১১.৪০ মিনিট থেকে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত চলে। ৩য় ঘন্টার পর টিফিন ও জোহরের নামায আদায়ের জন্য ১.৪০ মিনিট থেকে ২.১০ মিনিট পর্যন্ত বিরতির ব্যবস্থা রয়েছে।
২০০৯ সালে এ বিদ্যালয়ে কলেজ শাখা চালু করা হয়েছে। প্রভাতী শাখায় কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ক্লাস হয় এবং দিবা শাখায় বিজ্ঞান বিভাগের ক্লাস হয়। প্রতিদিন কলেজের উভয় শাখায় ৪টি পিরিয়ড হয়।
স্কুলে শনিবার থেকে বুধবার পর্যন্ত সপ্তাহে ৫দিন ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬টি পিরিয়ড হয়। আর ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫টি পিরিয়ড হয়। বৃহস্পতিবার ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ৪টি পিরিয়ড এবং ৯ম-১০ম শ্রেণির ৬ষ্ঠ পিরিয়ড পর্যন্ত ক্লাস চলে।
সরকারি বন্ধ ব্যতিরেকে দাপ্তরিক কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে।
পাঠ্যবিষয়t আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু রয়েছে। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত ও N.C.T.B কর্তৃক প্রনীত সব কয়টি আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ে পড়াশুনার দ্বার ছাত্রীদের জন্য উন্মুক্ত।
পাঠ্যসূচিt পরীক্ষা পদ্ধতির সাথে সামঞ্জস্য রেখে বছরের শুরুতেই পাঠ্যসূচি প্রণয়ন করা হয় এবং ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়। পাঠ্যসূচিতে অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার পাঠ্য বিষয়, প্রশ্নের ধারা ও মান বন্টন লিপিবদ্ধ থাকে।