আমাদের ক্যাম্পাস t প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুটি পাতা একটি কুঁড়ির দেশ, হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরান (রঃ) এর পূণ্যভূমি সিলেট শহরের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে আমাদের বিদ্যালয়টি অবস্থিত। শহরের ব্যস্থতম জায়গায় অবস্থিত এ বিদ্যালয়ের অভ্যন্তরের পরিবেশ অত্যন্ত সুন্দর। বিদ্যালয়ের নিজস্ব ভূমির পরিমান ৮.৯৮ একর। চারপাশে গাছ-গাছালি ঘেরা এক মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পড়াশুনা করছে। এখানে রয়েছে খেলার মাঠ আরও রয়েছে ‘কনক পুকুর যার শান বাধাঁনো ঘাটে টিফিনের ফাঁকে বসে কল-কাকলীর মেলা।
মাঠের দক্ষিণে ২য় তলা একাডেমিক ভবনের সামনে আছে শহীদ মিনার, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল ও বাংলাদেশের মানচিত্র।
৪র্থ তলা বিশিষ্ট কলেজ ভবনের ১ম তলায় প্রধান শিক্ষকের কার্যালয়, সহকারী প্রধান শিক্ষকদ্বয়ের অফিস, সহকারী শিক্ষকদের কমনরুম, অফিস সহকারীর রুম, ১টি হলরুম, পদার্থবিদ্যার ল্যাব রয়েছে। এছাড়া একটি অফিস-কাম-কম্পিউটার অপারেটর কক্ষ রয়েছে।
ভবনের ২য় তলায় বি.সি.সি ল্যাব, ই-লার্নিং ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম অবস্থিত। জীববিজ্ঞান ল্যাবটি ৩য় তলায় এবং ৪র্থ তলার রসায়ন ল্যাব ও গ্রন্থাগার অবস্থিত।
মাঠের পশ্চিম দিকে শিক্ষিকা মিলনায়তন, নামাজের কক্ষ এবং টিফিন ব্যবস্থাপনার কক্ষ রয়েছে।
বিদ্যালয়ের মোট শ্রেণিকক্ষের সংখ্যা ৩৪টি।
বিদ্যালয়ের প্রধান ফটকের ভিতরে একটি ছোট গেইট রয়েছে। ক্লাস চলাকালীন সময়ে প্রধান ফটক বন্ধ থাকে এবং সেখানে একজন কর্তব্যরত গেইট কিপার সার্বক্ষনিক অবস্থান করেন। বিশেষ প্রয়োজনে তিনি গেইট খুলে দেন।
বিদ্যালয়ে ৫০ শয্যা বিশিষ্ট ১টি ছাত্রী নিবাস নির্মিত হলেও এখনো ছাত্রীদের থাকার জন্য ব্যবহৃত হচ্ছে না। কিন্তু এ ভবনটি বর্তমানে জাতীয় স্বার্থে সিলেট জেলার পাঠ্য পুস্তকের গোদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ২টি কম্পিউটার ল্যাব ও ১টি মাল্টিমিডিয়া ক্লাস রুম রয়েছে। ল্যাব দুটি ২০০৯খ্রি: চালু হয়েছে। এর মধ্যে ১টি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বি.সি.সি.) ল্যাব অন্যটি সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের ই-লানিং কম্পিউটার ল্যাব।
২টি ল্যাবে রয়েছে ৩৯টি কম্পিউটার। ল্যাব দুটি অভ্যন্তরিণ প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রশাসনিক অনেক প্রশিক্ষণ কার্যে ব্যবহৃত হয়।
মাল্টিমিডিয়া ক্লাসরুমটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বাবলী পুরকায়স্থের উদ্যোগে বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্লাসরুম এবং ই-লানিং ল্যাবে প্রতিদিন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ Digital
Content ব্যবহার করে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন সময়ে সম্মানিত অতিথিরা Digital
Class পরিদর্শন করেন।
আমাদের উদ্দেশ্য t আমাদের শিক্ষাক্রমে উল্লেখিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য হলো- Òশিক্ষার্থীরা সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক ও নৈতিক গুন সম্পন্ন জ্ঞানী, দক্ষ, যুক্তিবাদী ও সৃজনশীল দেশ প্রেমিক জনসম্পদ সৃষ্টি।Ó আর এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নিরলসভাবে আন্তরকি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেনো শিক্ষার্থীরা সত্যিকার সৃজনশীল মানুষ রুপে গড়ে উঠে মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে।
সুযোগ-সুবিধা t (১) সরকারি বিদ্যালয় হিসেবে স্বল্প টিউশন ফি প্রদান করে ছাত্রীরা শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
(২) এ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ প্রাপ্ত এবং তারা বিভিন্ন সময়ে শিক্ষক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
(৩) বিভিন্ন ল্যাবে ছাত্রীরা হাতে কলমে শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে পাঠ্য বিষয়কে অনেক আনন্দময় ও আকর্ষনীয় করে ছাত্রীদের মধ্যে উপস্থাপন করা হচ্ছে।
(৪) সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।
(৫) টিফিন পিরিয়ডে উভয় শিফটে উন্নতমানের টিফিন বিতরণ করা হয়।
(৬) বিদ্যালয়ে পানীয় জলের সু-ব্যবস্থা আছে।
(৭) স্যানিটেশন সুবিধা রয়েছে।
(৮) রেড ক্রিসেন্ট তহবিল থেকে দরিদ্র মেধাবী ছাত্রীদের অর্থ সাহায্য দেয়া হয়। এ তহবিল হতে সেবামূলক কার্যক্রম ও পরিচালিত হয়।
প্রাত্যহিক প্রারম্ভিক সমাবেশ t নিয়মিত সমাবেশ ছাত্রীদের মধ্যে শৃঙ্খলা বোধ জাগ্রত করে। তাই প্রতিদিন শ্রেণির কাজ শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে উভয় শিফটে সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত থাকেন। সমাবেশে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পরে পবিত্র কোরআন মজিদ থেকে সূরা পাঠ করা হয়। পবিত্র গীতা পাঠ করা হয় এবং শপথ বাক্য উচ্চারন শেষে সমবেত কন্ঠে ছাত্রীরা গেয়ে উঠে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছাত্রীদের মধ্যে নেতৃত্বের গুনাবলী বিকশিত করার জন্য সপ্তাহের বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন ক্লাসের ছাত্রীরা সমাবেশের নেতৃত্ব দান করে। সমাবেশে ছাত্রীরা নিয়মিত শরীর চর্চা করে থাকে।